বন্ধু মানে হাসাহাসি, বন্ধু মানেই আড়ি।
তার মন খারাপে বলতে পারা, মুখটা কেন ভারি?
বন্ধু মানে যার কাছে, এভরিথিং শেয়ার করা।
বন্ধু মানে একটি গোলাপ, ভালবাসা বুক ভরা।
বন্ধু মানে রাগ অভিমান, চোখের কোনে জল।
হৃদয় থেকে বলতে পারা, দিয়েছি তোমায় মন।
বন্ধু মানে পুরনো গাছে, নতুন দুইটি পাতা।
বন্ধু মানে বুঝতে পারা, বন্ধুর মনের ব্যাথা।
বন্ধু মানে একটু কথা, একটু হাসাহাসি।
বন্ধু মানে বলতে পারা তোমায় ভালবাসি।
No comments:
Post a Comment