Tuesday, January 21, 2014

আবেগ অনেক কিছু চায়, বিবেক
বাঁধা দেয়।
সুখের খোঁজে পা দিলে দুঃখ পিছু নেয়।
অনেক কষ্টে থেকেও 
মিথ্যে সুখের আশ্রয়
নিতে হয়!
মনকে বলি কার জন্য এতো অভিনয়? 
মন বলে, 
যে আমায়
ভালোবাসা শিখিয়ে 
অন্য একজনকে নিয়ে দুরে রয়....

No comments:

Post a Comment