Tuesday, January 21, 2014

বন্ধু

বন্ধু মানে হাসাহাসি, বন্ধু মানেই আড়ি।
তার মন খারাপে বলতে পারা, মুখটা কেন ভারি?
বন্ধু মানে যার কাছে, এভরিথিং শেয়ার করা।
বন্ধু মানে একটি গোলাপ, ভালবাসা বুক ভরা।
বন্ধু মানে রাগ অভিমান, চোখের কোনে জল।
হৃদয় থেকে বলতে পারা, দিয়েছি তোমায় মন।
বন্ধু মানে পুরনো গাছে, নতুন দুইটি পাতা।
বন্ধু মানে বুঝতে পারা, বন্ধুর মনের ব্যাথা।
বন্ধু মানে একটু কথা, একটু হাসাহাসি।
বন্ধু মানে বলতে পারা তোমায় ভালবাসি।
আবেগ অনেক কিছু চায়, বিবেক
বাঁধা দেয়।
সুখের খোঁজে পা দিলে দুঃখ পিছু নেয়।
অনেক কষ্টে থেকেও 
মিথ্যে সুখের আশ্রয়
নিতে হয়!
মনকে বলি কার জন্য এতো অভিনয়? 
মন বলে, 
যে আমায়
ভালোবাসা শিখিয়ে 
অন্য একজনকে নিয়ে দুরে রয়....

Online Photo Editing Link--

www.techtunes.com.bd/internet/tune-id/125610
www.anymaking.com
www.blingee.com
www.befunky.com
www.createhdr.com
www.citrify.com
www.drpic.com
www.dumpr.net
www.enhancr.com
www.fototrix.com
www.funphotobox.com
www.fotoflexer.com
www.fotocrib.com
www.frontpageyou.co.uk
www.faceinhole.com/us
www.freeonlinephotoeditor.com
www.fakemagazinecover.com
www.festisite.com/money
www.fotofriend.com/photo-effects
www.funny.pho.to

ক্রিনেট এর উক্তি

জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে । কারণ যতই আমরা তৃপ্তির সাথে তা পান করি,ততই আমরা নিচের দিকে অগ্রসর হতে থাকি ।

- ক্রিনেট